"পৃথিবীর যা কিছু কল্যাণ কর অর্ধেক তার করিয়াছেন নারী অর্ধেকতার নর" বাংলাদেশের উৎপাদিত পণ্যের অধিকাংশই নারীদের হাত দিয়ে আসে।আমাদের নারী উদ্যোক্তা যারা পারিবারিক, সামাজিক দায়িত্ব পালন এর পরেও নিজের ব্যবসায়িক পরিচিতির মাধ্যমে পরিবারের ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে চাই তাদের জন্যই মূলত এই ই-কমার্স সাইট।ডিজিটাল বণিক মার্কেটপ্লেস বা প্ল্যাটফর্ম এর মূল উদ্দেশ্য হলো দেশের বিভিন্ন প্রান্তের ছোট-বড়-মাঝারী সকল ধরনের উৎপাদনকারী/পাইকারী বিক্রেতার পণ্যসমূহ সরাসরি ভোক্তাদের নিকট ন্যায্য মূল্যে বিক্রিয়ের সুযোগ-সুবিধা প্রদান করা।
DigitalBonik.com এর নিজস্ব কোন পণ্য থাকবে না ,শুধু স্টোর ওপেন এর জন্য বাৎসরিক সার্ভিস চার্জ নিবে এবং সেলস এর উপর কমিশন নিবে ।
উৎপাদনকারী/পাইকারী বিক্রেতা তার পণ্য সরাসরি ভোক্তাদের নিকট ন্যায্য মূল্যে বিক্রিয়ের উদ্দেশ্যে এই ই-কমার্স সাইডে স্টোর ওপেন করলে নিম্নলিখিত সুবিধাগুলো পাবেন
১ সল্প খরচে নিজের প্রতিষ্ঠানের নামে ই-কমার্স ব্যবসা করার সুযোগ পাবে।
২ একক ভাবে ই-কমার্স সাইড ওপেন করলে যে সুবিধা থাকে তার প্রায় সব সুবিধা পাবে।
৩ ই-কমার্স সাইডে পণ্য আপলোড করার সুযোগ পাবে, নিজেই ভোক্তার অর্ডার নিশ্চিত ও পণ্য ডেলিভারি করার সুযোগ পাবে।
৪ পণ্যের মূল্য ভোক্তাদের কাছ থেকে সরাসরি রিসিভ করতে পারবে।
৫ ভোক্তাদের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে দীর্ঘস্থায়ী ব্যবসায়িক সম্পর্ক তৈরি করার সুযোগ পাবে।